নীলফামারীতে হেপাটাইটিস, ডায়াবেটিস, কিডনি, ক্যান্সার ও অন্যান্য দীর্ঘমেয়াদি রোগ সম্পর্কে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে নীলফামারী জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এবং সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে হেপাটাইটিস, ডায়াবেটিস, কিডনি, ক্যান্সার ও অন্যান্য দীর্ঘমেয়াদি রোগ সম্পর্কে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির। জেনারেল হাসপাতালের সুপারেন্টেড ডা. আবু-আল-হাজ্জাজের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, কুন্দপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সিদ্দিকী, সাংবাদিক এনএম হামিদী প্রমুখ।
কর্মশালায় সমাজসেবক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, ইমাম, সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালাটি সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন।