ঢাকা | শুক্রবার
২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

পায়ুপথে বায়ু ঢুকিয়ে শিশু হত্যা

পায়ুপথে বায়ু ঢুকিয়ে শিশু হত্যা
  • শিশু শ্রমিক আটক-১

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় আনোয়ারা মান্নান টেক্সটাইল মিলের শ্রমিককে পায়ুপথে বায়ু ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজু নামে তার এক জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে শ্রীপুরের মাধখলা আনোয়ারা মান্নান টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোরে শরীরে লাগা তোলা পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয় অভিযুক্ত রাজু। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অপু মারা যান। এ ঘটনায়, নিহত অপুর সহকর্মী রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় মাস্টারবাড়ি এলাকার সামাদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে শ্রমিক অপু দেওয়ান ওই কারখানায় কাজ করতেন। নিহত অপু মুন্সিগঞ্জের সিরাজদিখান পূর্ব শিয়ানদি গ্রামের পলাশ দেওয়ানের সন্তান। বর্তমানে লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে বলে তথ্য রয়েছে।

এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আজমীর হোসেন বলেন, ঘটনাটি জানার পর কারখানায় গিয়ে অভিযুক্ত শিশুশ্রমিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন