ঢাকা | বুধবার
২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

পার রামরামপুর ইউপি নির্বাচন

পার রামরামপুর ইউপি নির্বাচন
  • স্বতন্ত্র প্রার্থী সেলিমের জয়

জামালপুরের দেওয়ানগঞ্জের ৩ নম্বর পার রামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জে কে সেলিম বিজয়ী হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করেন। ঘোষিত ফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম মন্টু চতুর্থ স্থানে রয়েছেন। ষষ্ট ধাপে স্থগিত হওয়া ৩ নম্বর পাররাম রামপুর ইউপি নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে রাতে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা নির্বাচনের ফল ঘোষণা করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

ঘোষিত ফল অনুয়ায়ী, স্বতন্ত্র প্রার্থী জে কে সেলিম মোটরসাইকেল প্রতীক নিয়ে ৯ হাজার ৫৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফ উদ্দিন পেয়েছেন ৫ হাজার ৭২২ এবং আরেক স্বতন্ত্র প্রার্থী আবু তালেব পেয়েছেন এক হাজার ৮৫৩ ভোট। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম মন্টু এক হাজার ৩৯৩ ভোট পেয়ে চতুর্থ স্থানে আছেন। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম-এ ভোটগ্রহণ চলে। এ সময় শান্তিপূর্ণ ভোটগ্রহণ হওয়ায় এলাকাবাসী ও ভোটাররা সন্তোষ প্রকাশ করে।

সংবাদটি শেয়ার করুন