মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফরিদগঞ্জ বার্তা পাঠক ফোরাম ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগীতা, পুরস্কার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ মার্চ বিকালে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়। সংগঠনের ফরিদগঞ্জ শাখা কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক বিল্লাল হোসেন সাগর। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, ফরিদগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. জাকির হোসেন গাজী, আওয়ামী লীগ নেতা আকবর হোসেন মনির, সাহিত্যিক মোস্তফা কামাল মুকুল, ফরিদগঞ্জ লেখক ফোরাম’র প্রতিষ্ঠাতা নূরুল ইসলাম ফরহাদ প্রমুখ।
প্রতিযোগীতার প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত দ্’ুটি বিভাগে প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ‘ক’ বিভাগে ১ম স্থান অর্জন করে মাতৃছায়া কিন্ডারগার্টেনের ২য় শ্রেণির শিক্ষার্থী প্রমিত চন্দ্র দাস। ‘খ’ বিভাগে ১ম স্থান অর্জন করে মাতৃছায়া কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থী কাজী আফসারা ইমামা।




