ঢাকা | শুক্রবার
৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বেহাল সড়কে দুর্ভোগ, সংস্কার জরুরি

বেহাল সড়কে দুর্ভোগ, সংস্কার জরুরি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাশুর চৌরাস্তা থেকে নতুন বাজার সংলগ্ন বিএমপুর জাদুঘর পর্যন্ত বেহাল সড়কে জনদুর্ভোগ বেড়েছে। ভাঙাচুরা রাস্তায় যান চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায় দেড় কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে বিশেষ করে বালাশুর সরকারি শিশু পরিবার ও বিক্রমপুর জাদুঘর সংলগ্ন রাস্তাটির অংশে যাতায়াতে অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে মাঝে মধ্যেই ছোট খাটো দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী।

সরেজমিনে দেখা যায়, শ্রীনগর-দোহার আন্ত:সড়কের উপজেলার রাঢ়িখাল ও ভাগ্যকূল ইউনিয়নের সীমানাবর্থী বালাশুর চৌরাস্তা থেকে নতুন বাজারের দিকে বিক্রমপুর জাদুঘর পর্যন্তর পাকা সড়কটির বেহাল দশা। খানাখন্দে ভরপুর সড়কটির বিক্রমপুর জাদুঘর পুকুর পাড়ের দিকটা একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙ্গা রাস্তা দেবে যাওয়ায় ইজিবাইক, মালবাহী ট্রলি, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়েছে। বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে এসব যান চলাচল করতে দেখা গেছে। অপরদিকে বালাশুর চৌরাস্তার দিকে সড়কের প্রায় ৫০০ ফুল রাস্তার পিচ উঠে কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। বেশীরভাগ সময়ই রাস্তা এ অংশে জলাবদ্ধ থাকে। বেহাল রাস্তায় প্রতিনিয়ত অত্র এলাকার প্রায় ৩০ হাজার মানুষ চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন।

এলাকাবাসী জানায়, নাজুক রাস্তার কারণে কৃষিপণ্য ও অসুস্থ রোগীকে জরুরী ভিত্তিতে হাসপাতালে নিতে তাদের অনেক দুর্ভোগে পড়তে হয়। সংস্কারের অভাবে রাস্তাজুড়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও ইট ও মাটি বাহী ট্রলির ওভারলোডিং বেহাল সড়কটি দিনদিন আরো নাজুক হয়ে পড়ছে। এছাড়াও পুরো রাস্তাজুড়ে প্রচুর পরিমানে ধূলোবালির সৃষ্টি হচ্ছে। জনসাধারণের দুর্ভোগ লাঘবে রাস্তাটির দ্রুত সংস্কার কাজের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. রফিক মোল্লা জানান, রাস্তাটির অবস্থা খুবই খারাপ।  বাধ্য হয়েই মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। আমার জানামতে ৩ থেকে ৪ বছর পুর্বে রাস্তা সংস্কার হয়েছিল। শুনেছি মামলা সংক্রান্ত জটিলতার কারণে রাস্তার সংস্কার হচ্ছেনা। আমরা রাস্তাটির সংস্কার কাজের জন্য সংশ্লিষ্টদের সাথে আলোচনা করছি। আশা করছি এর সমাধান হবে।

সংবাদটি শেয়ার করুন