মাদারীপুরের লঞ্চঘাটে আঁড়িয়াল খা নদে একটি ব্রিজ নির্মাণের দাবিতে কয়েকটি গ্রামের মানুষরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচরের (বর্তমান লঞ্চঘাটের উল্টো পাড়ে) আঁড়িয়াল খা নদের পাড়ে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, সাবেক পাঁচখোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ গৌড়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইশরাদ হোসেন উজ্জ্বল ও ব্যবসায়ী সালাউদ্দিন টুকুসহ অনেকেই।
বক্তারা বলেন, নদীর অন্যপাড়ে মাদারীপুর শহর থেকে খুব কাছে বসবাস করেও আঁড়িয়াল খা নদের পাঁচখোলা ইউনিয়নের জনগণের শহরের সঙ্গে যোগাযোগে চরম দুর্ভোগে পড়েন। এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে সরকারের কাছে দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানান তারা।