ঢাকা | শুক্রবার
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পূর্নবাসনের দাবিতে ব্যবসায়ীদের অনশন

পূর্নবাসনের দাবিতে ব্যবসায়ীদের অনশন

পটুয়াখালী কলাপাড়ার মহিপুরে পূনর্বাসনের দাবিতে অনশন কর্মসূচি পালন করছে কয়েক’শ ব্যবসায়ী। মহিপুর প্রেসক্লাবের সামনে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করে।

এসময় বক্তব্য রাখেন, মহিপুর বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মহিপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল প্রমুখ। অনশনে বক্তারা বলেন, গত ২২ মার্চ কোন নোটিশ ছাড়াই মহিপুর বন্দরের প্রায় দুই শতাধিক দোকান উচ্ছেদ করে সড়ক ও জনপদ বিভাগ।

বর্তমানে এসব পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছে। অবিলম্বে তাদের পূনর্বাসন না করা হলে তারা আরো কঠোর কর্মসূচি পালন করবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন