ঢাকা | শনিবার
১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বারুনি স্নাণপূর্ণ উৎসবে মেলা

বারুনি স্নাণপূর্ণ উৎসবে মেলা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ও কুসুম্বা ইউনিয়নের হিন্দু আদিবাসী সম্প্রদায়ের পাথরঘাটা হযরত শাহ (নিমাই) (রা.) এর পবিত্র মাজার শরীফ প্রাঙ্গনে মধুকৃষ্ণা চতুদশী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বারুনি স্নাণ উৎসব ও দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ আসতে শুরু করে। ঢাক-ঢোল,কাঁশিবাশী সানাই এর শব্দে মুখরিত মাজার প্রাঙ্গনে এসে তুলশিগঙ্গা নদীতে পূর্ণ স্নান করে। পূণ্যস্নান উৎসব ঘিরে মাজার প্রাঙ্গনে ও নদীর তীরে আয়োজন করা হয় বারুণী মেলা।

পূণ্যার্থী ও দর্শনার্থীরা এই মেলা থেকে গৃহস্থালী কাজে ব্যবহৃত পিতল,কাঠ এবং মাটির তৈরি নানান সামগ্রী কিনে থাকেন। এছাড়া মেলায় শিশুদের জন্য হাতি,ঘোড়া,নাগরদোলা দেখানো হয়। আটাপুর ইউনিয়নের ইউপির চেয়ারম্যান আ,স,ম সামছুল আরেফিন চৌধুরী আবু জানান, প্রতি বছরের ন্যায় এবারো সুষ্ঠ ভাবে মেলা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন