দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে পৌষ মাস আসার আগেই বাড়ছে শীতের তীব্রতা। এখানকার তাপমাত্রা ইতিমধ্যে এক অংকে নেমে শীত অনুভূত হতে শুরু করেছে। আজ শনিবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া উপজেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া অফিস জনিয়েছেন, প্রতিদিন এই জেলার তাপমাত্রা কমে যাওয়া সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীত ও কুয়াশা। গত বৃহস্পতিবার থেকে এ জেলায় তাপমাত্রা (১০ ডিগ্রি সে.) বিরাজ করছে যা কিনা দেশের সর্বনিম্ন।
চলতি ডিসেম্বর মাসের মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তাই শীতকে ঘিরে দরিদ্র-শীতার্ত মানুষদের যেন দুর্ভোগ পোহাতে না হয় সে জন্য জেলা পরিষদের পক্ষ থেকে আগাম শীতের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, শনিবার দেশের মধ্যে আবারো সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই দিনে দিনের সর্বোচ্চ ২৬ দশমিক ৫ ডিগ্রি সে. তাপমাত্রা রেকর্ড হয়েছে। তবে এ তাপমাত্রা ক্রমশ কমতে থাকবে ও বাড়বে ঠাণ্ডার তীব্রতা। কারণ বঙ্গোপসাগর থেকে মৌসুমী বায়ু আসা বন্ধ করেছে বলে জানানএ কর্মকর্তা।
আনন্দবাজার/এম.কে