মাটি খেকোদের পছন্দের একটি সময় গভীর রাত। এর কারণগুলোর মধ্যে একটি রাতে প্রশাসনিক নজরদারি কম থাকে। দিন দিন মাটিখেকোদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।
মানিকগঞ্জ জেলার সদর উপজেলার ভাড়ারিয়া ও বেতিলা ইউনিয়নে রাতের আঁধারে অবৈধভাবে চলছিলো ভেকু দিয়ে মাটি কাটার মহোৎসব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২৮ মার্চ দিনে ও রাতে অভিযান চালিয়ে মাটি কাটা চক্রের ২ জনকে আটক করা হয়। অবৈধভাবে মাটি বিক্রি করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দুই জনকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড আদায়ের পর তাদের ছেড়ে দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আসমা উল হুসনা। এসময় অভিযানে সহায়তা প্রদান করেন জেলা পুলিশের একটি বিশেষ টিম। এ ব্যাপারে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, রাত কিংবা দিন নাই আমাদের এই অভিযান সব সময়ই অব্যাহত থাকবে ।




