ঢাকা | শুক্রবার
৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডে ক্ষতি ১০ লাখ

অগ্নিকাণ্ডে ক্ষতি ১০ লাখ

মেহেরপুরের গাংনীর ওলিনগর ও গাড়াডোব গ্রামে অগ্নিকাণ্ডে নগদ টাকা ও অন্যান্য মালামালসহ ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গাংনীর ওলিনগরে গতকাল মঙ্গলবার ভোরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পিয়ারুল ইসলাম নামের এক কৃষকের তিনটি ঘর ও এর মালামাল পুড়ে যায় এবং একটি গরু ও দুটি ছাগলের মৃত্যু হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট ও মশার কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন বামুন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ওলিনগর গ্রামের পিয়ারুল ইসলাম জানান, গরুর মশা তাড়ানোর জন্য তিনি গোয়াল ঘরে মশার কয়েল জালিয়ে দেন। গতকাল মঙ্গলবার ভোর রাতে ওই আগুন গোয়াল ঘরে লাগে। পরে তা ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। এতে গোয়াল ঘরে থাকা চারটি  গরুর মধ্যে একটি গরু ও দুটি ছাগলের মৃত্যু হয়। সঙ্গে বাড়িতে রাখা নগদ টাকাসহ মালামাল পুড়ে যায়। এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

গাড়াডোব গ্রামের কৃষক আমানুল হক জানান, গত সোমবার রাতে খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বাড়ির সবাই। হঠাৎ প্রতিবেশিরা রান্না ঘরে আগুন দেখতে পেয়ে জানালে তা নেভানোর চেষ্টা করা হয়। সেই সঙ্গে বামন্দি ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। মূহুর্তে রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য ঘরে। এতে নগদ ৩ লাখ টাকা, আসবাবপত্র, ধান গমসহ ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। গাংনী উপজেলার বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার ইসাহক আলী জানান, গাড়াডোব গ্রামের আমানুলের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিটে ও ওলিনগর গ্রামের পিয়ারুলের বাড়িতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। দুটি স্থানে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম জানান, ইতিমধ্যে ভুক্তভোগী পরিবার দুটিকে আবেদন দিতে বলা হয়েছে। আবেদন পেলে তাদেরকে সরকারি সহায়তা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন