- নরসিংদীতে জরিমানা দেড় লাখ
নরসিংদীতে পরিবেশ দূষণের দায়ে ২টি প্রতিষ্ঠানকে দেড় লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার দুপুরে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের নির্দেশনায় সদর উপজেলার বাগহাটা এলাকায় কয়েকটি টেক্সটাইল কারখানায় পরিবেশ দূষণবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
নরসিংদীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বি. এল. এ্যাপারেলসকে ই.টি.পি. ব্যবহার না করে কারাখানার দূষিত বর্জ্য সরাসরি নদীতে ফেলে দিয়ে পরিবেশকে দূষণ করার দায়ে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এদিকে মাসকো এক্সপোর্টসকে ই.টি.পি. ব্যবহার না করে পরিবেশ দূষণ করায় পঞ্চাশ হাজার অর্থদন্ড দেয়া হয়। পরিবেশ সংরক্ষণে নরসিংদী জেলা প্রশাসন এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তরের এর সহকারী পরিচালক মো. শরিফুল হক ও জেলা পুলিশের একটি টিম।