ঢাকা | শনিবার
২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হরিণের মাংস-চামড়া উদ্ধার

হরিণের মাংস-চামড়া উদ্ধার

সুন্দরবন পূর্ব বিভাগের বনরক্ষিরা হরিণ শিকারের কাজে ব্যবহৃত একটি ট্রলারসহ ৮ কেজি হরিণের মাংস ও একটি চামড়া আটক করেছে। ২৮ মার্চ সকালে বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট পেট্রল টিমের সদস্যরা দুবলার চরের নীলবাড়িয়া এলাকায় এক অভিযান চালিয়ে ট্রলারটি আটক করে। তবে শিকারিচক্রের কাউকে গ্রেফতার করা যায়নি। আটককৃত হরিণের মাংস কেরোসিন মাখিয়ে মাটি চাঁপা দেয়া হয়েছে বলে বন বিভাগ সূত্রে জানাগেছে।

শরণখোলা স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান জানান, জেলেপল্লী দুবলার চর এলাকায় নিয়মিত টহলকালে নীলবাড়িয়া খালে একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে তারা ট্রলারটি থামাতে বলেন। এসময় ট্রলারটি দ্রুত বনে ভিড়িয়ে শিকারীচক্রের সদস্যরা লাফিয়ে পড়ে বনের মধ্যে পালিয়ে যায়। তারা ট্রলারটিকে জব্দ করে তল্লাশি চালিয়ে ৮ কেজি হরিণের মাংস ও একটি হরিণের চামড়া উদ্ধার করেন।

দুবলা টহল ফাড়ির কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আটককৃত ট্রলার, হরিণের মাংস ও চামড়া দুবলা অফিসে পাঠানো হয়েছে। হরিণের মাংসে কেরোসিন মাখিয়ে অফিস চত্বরে মাটি চাঁপা দেয়া হয়েছে। এ ব্যাপারে একটি বিভাগীয় মামলা  করা হচ্ছে এবং শিকারিচক্রের সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন