জামালপুরের সরিষাবাড়িতে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত রবিবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার মন্ডল মার্কেটে এ ঘটনা ঘটে।
মার্কেটের বেকারি ব্যবসায়ী ও ব্যাটারির ডিলার সুজন মাহমুদ বলেন, রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সবাই বাড়ি চলে গেলে রাত ১২টার দিকে খবর পাই মার্কেটে আগুন লেগেছে। এসে জানতে পারি আমার পাশ্ববর্তী মোবাইল সার্ভিসিং দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে আমার একটি বেকারি ও গাড়ির ব্যাটারির গোডাউন সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া একটি মোবাইল সার্ভিসিং ও একটি সারের দোকান ক্ষতিগ্রস্থ হয়। আগুনে প্রায় ২৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।




