ঢাকা | সোমবার
২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শুরু হয়েছে গণটিকার দ্বিতীয় রাউন্ড

দেশে একদিনে এক কোটি মহামারী করোনাভাইরাসের গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে। এই কর্মসূচি ৩০ মার্চ পর্যন্ত চলবে। আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা বলা হয়েছে, গত ২৬-২৮ ফেব্রুয়ারি তিনদিনের গণটিকায় যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা আজ থেকে দ্বিতীয় ডোজ পাবেন।

এছাড়া ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তিরা যাদের দ্বিতীয় ডোজ নেয়ার পর চারমাস অতিবাহিত হয়েছে তারা এসএমএস না পেলেও কেন্দ্রে গেলে বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন।

১২ বছর এবং তদূর্ধ্ব বয়সীরা যাদের প্রথম ডোজ গ্রহণের পর ২৮ দিন অতিবাহিত হয়েছে তারা এই কর্মসূচির অধীনে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন। তবে শুধু অ্যাস্ট্রাজেনেকার টিকাপ্রাপ্তদের ক্ষেত্রে প্রথম ডোজ গ্রহণের পর দুইমাস অতিবাহিত হলে দ্বিতীয় ডোজ নিতে হবে।

বিজ্ঞপ্তিতে ১২ বছর অথবা তদূর্ধ্ব বয়সী শিক্ষার্থী যারা এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহণ করেনি তাদের এই কর্মসূচি চলাকালীন প্রথম ডোজ নেয়ার অনুরোধ করা হয়েছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন