মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত র্যালীতে অংশ নেন। এছাড়াও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর অধিনায়ক ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ উপজেলা প্রশাসনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।