শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গ্যাসের দুই চুলায় ১০৫ টাকা, এক চুলায় ৬৫ টাকা বাড়ানোর সুপারিশ

বাসাবাড়িতে ব্যবহারিত গ্যাসের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)। আজ মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর বিয়াম মিলনায়তনে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানিতে এ সুপারিশ করা হয়।

বিইআরসি’র কারিগরি মূল্যায়ন কমিটি গ্রাহকদের এক চুলা ৯২৫ থেকে ৯৯০ টাকা এবং দুই চুলা ৯৭৫ থেক ১০৮০ টাকার করার প্রস্তাব করেছে।

এতে করে দুই চুলার গ্রাহকদের মাসে ১০৫ টাকা এবং এক চুলার গ্রাহকদের মাসে ৬৫ টাকা বাড়ানোর প্রস্তাব করা হলো।

এর আগে সোমবার (২১ মার্চ) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল হলে প্রাকৃতিক গ্যাসের ভোক্তা পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাবের গণশুনানি শুরু হয়।

সে সময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেছেন, প্রাকৃতিক গ্যাসের মূল্য নির্ধারণে গণশুনানি শুরু হয়েছে। চুলচেরা বিশ্লেষণের পরই আমরা সিদ্ধান্ত নেব। আমরা অমানবিক হব না।

সোমবার দেশে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে আপত্তি জানিয়ে বর্তমান দাম বহাল রাখার আহ্বান জানিয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি অধ্যাপক ড. এম শামসুল আলম। এ সময় ভোক্তাদের পক্ষে পাঁচটি সুপারিশও তুলে ধরেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস বিতরণ কোম্পানিগুলো গ্যাসের দাম ১১৭ শতাংশ পর্যন্ত বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে প্রস্তাব দেয়।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  পাহাড়ের বুকে ক্ষত

সংবাদটি শেয়ার করুন