ইঞ্জিন নষ্ট হয়ে পড়ায় মিয়ানমারের সমুদ্রসীমানায় ঢুকে পড়া মাছ ধরার বোটসহ ১৭ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে মিয়ানমার নৌবাহিনী।
বৃহস্পতিবার রাতে টেকনাফের সেন্টমার্টিন এলাকা দিয়ে মিয়ানমারের সীমানায় ঢুকে পড়েন জেলেরা। জেলেদের মিয়ানমার থেকে ফিরিয়ে আনতে বাংলাদেশ কোস্টগার্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে ।
বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. হামিদুল ইসলাম বলেন, গত রাতে সেন্টমার্টিন এলাকায় মাছ ধরতে গিয়ে বোটের ইঞ্জিল নষ্ট হয়ে আটকা পড়ে ১৭ বাংলাদেশি। প্রবল ঢেউ থাকার ফলে তাদের ফিসিং বোট মিয়ানমার সীমান্তে ঢুকে পড়ে।
আর এই কারনেই মিয়ানমার নৌবাহিনী তাদেরকে বোটসহ আটক করে নিয়ে যায় । বিষয়টি জানার পর উদ্ধার অভিযানের অংশ হিসেবে মিয়ানমার নৌবাহিনীর সাথে যোগাযোগ করেছে কোস্টগার্ড ।
এর পূর্বে গত ২৯ নভেম্বর বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে ঢুকে মাছ ধরার সময় দুটি ট্রলারসহ মিয়ানমারের ১৬ জেলেকে আটক করেছিল বাংলাদেশ কোস্টগার্ড ।