ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মুরগিসহ খামার পুড়ে ছাই

পিরোজপুরের কাউখালীতে একটি মুরগির খামারে আগুন লেগে প্রায় দুই হাজার মুরগি পুড়ে মারা গেছে । ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে কাউখালী ফায়ার সার্ভিস ।

স্থানীয় ব্যবসায়ী জালাল ও ফরিদ যৌথ ভাবে এ খামারটি গড়ে তুলে ছিলেন। কিছুদিন পূর্বেই ব্যাংক থেকে ঋণ নিয়ে খামারের আকার বড় করেছিলেন জালাল ও ফরিদ। শুক্রবার মুরগি খামারে আগুন লাগার খবর শুনে তারা ছুটে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

মুরগি ফার্মের মালিক জালাল ও ফরিদ বলেন, মুরগির ফার্মটিতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। ফার্মে থাকা দুই হাজার মুরগি পুড়ে গেছে। এছাড়াও ফার্মের পাশেই মুরগির খাবার, ডিম রাখা ছিল। সেগুলোও পুড়ে গেছে। এতে তাদের প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করছেন ফায়ার সার্ভিস ।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন