ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শীতলক্ষ্যায় লঞ্চডুবি : তিনজনের লাশ উদ্ধার

শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় ‘এমএম আশরাফ উদ্দিন’ নামে লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। আজ রবিবার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জের চর সৈয়দপুরের আলামিন নগরের ব্রিজের কাছে লঞ্চডুবির ঘটনাটি ঘটে।

এই ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে,ডুবে যাওয়া লঞ্চের প্রায় অর্ধশত যাত্রী নিখোঁজ রয়েছেন।

এ ব্যাপারে বন্দর থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, তিনটি লাশের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একজন শিশু।

তবে ঠিক কতজন নিখোঁজ আছেন, তা এখনও স্পষ্ট নয় বলে জানান ওসি দীপক।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ডুবে যাওয়া লঞ্চের যাত্রী মোহাম্মদ জনি জানিয়েছেন, একটি কার্গোবাহী জাহাজ পেছন থেকে ধাক্কা দিলে মুহূর্তেই যাত্রী বোঝাই লঞ্চটি ডুবে যায়। পরে আমরা অনেককেই সাঁতরে তীরে উঠতে দেখেছি তবে অনেকে নিখোঁজ রয়েছেন। লঞ্চে ৭০ জনের মত যাত্রী ছিল, উপরে যারা ছিলেন তারা সাঁতরে উঠতে পেরেছেন। তবে ভেতরের একজনও বের হতে পারার কথা না।

নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, লঞ্চটি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় টার্মিনাল ঘাট থেকে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল। রূপসী ৯ নামে একটি জাহাজের ধাক্কায় আশরাফ উদ্দিন নামে ওই লঞ্চটি ডুবে যায়।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন