গত এক দশকে বাংলাদেশে গুমের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। এসব ঘটনায় অনেক ক্ষেত্রে রাষ্ট্রের বিভিন্ন সংস্থার সম্পৃক্ততার নজির পাওয়া গেছে। মানবাধিকার লঙ্ঘনের এই সব অপরাধের গুরুতর পরিণতি বিবেচনায়, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করেছে। সেখানে ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে সংঘটিত গুমের ঘটনাগুলো বিশ্লেষণ করা হয়েছে। এই প্রেক্ষাপটে গবেষণার ফলসমূহ তুলে ধরতে সোমবার সকাল ১০টায় (সিজিএস) “কোথায় আছেন তারা? বাংলাদেশে গুমের ঘটনা” শীর্ষক এক ওয়েবিনারের আয়োজন করেছে।
ওয়েবিনারে গবেষণার ফলসমূহ উপস্থাপন করবেন গবেষণা কার্যক্রমের মুখ্য গবেষক, মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের ডিস্টিংগুইসড অধ্যাপক এবং সিজিএসের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. আলী রীয়াজ।
আলোচক হিসেবে থাকবেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বেলা-এর প্রধান নির্বাহী এডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নুর খান। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।
আনন্দবাজার/টি এস পি