ঢাকা | মঙ্গলবার
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যানজট নিরসনে নতুন পদ্ধতির কথা জানালেন আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, রাজধানীতে যানজট নিরসনে জোড়-বিজোড় নম্বরের ভিত্তিতে সড়কে গাড়ি চালানো হবে।

আজ শনিবার রাজধানীর উত্তরা সেক্টর-৭-এর রবীন্দ্র সরণির পশ্চিমের শেষ প্রান্ত বটমূলে ডিএনসিসির নির্মিত ‘বঙ্গবন্ধু মুক্তমঞ্চ’-এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন মেয়র।

এ সময় তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা সিটি করপোরেশনকে দিলে গাড়ির নম্বরপ্লেটের নম্বরটি জোড় না বিজোড়–সেই ভিত্তিতে রাজধানীর রাস্তায় গাড়ি নামাবেন গাড়ির মালিকেরা। নম্বরপ্লেটে যাদের জোড়সংখ্যা রয়েছে, তারা জোড় তারিখের দিন গাড়ি চালাতে পারবেন। পরদিন চলবে বিজোড় সংখ্যার গাড়ি।

তিনি আরও বলেন, শিশু-কিশোরদের জন্য সুস্থ, সুন্দর বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। উত্তরা এলাকার শিশু-কিশোরদের মুক্ত চলাচল, আড্ডা, গল্প, গান বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য এই মুক্তমঞ্চটির প্রয়োজন অনুধাবন করেই ডিএনসিসি এটি নির্মাণ করেছে।

আতিকুল ইসলাম বলেন, উত্তরা এলাকার শিশু-কিশোরদের সংস্কৃতির বিকাশের জন্য এই এলাকায় শিল্পকলা একাডেমি ও বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠানের শাখা প্রয়োজন। এই মুক্তমঞ্চ উত্তরা এলাকার সাংস্কৃতিক বিকাশে ভূমিকা রাখবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন