ঢাকা | সোমবার
১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, বিশ্বের অনেক দেশে দ্রব্যমূল্য বেড়েছে তাই বাংলাদেশেও বেড়েছে, তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে।

আজ শনিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, আজীবন দ্রব্যমূল্য বাড়তেই থাকবে সরকারের কিছু করার থাকবে না। তবুও সরকার দেশের মানুষের কথা চিন্তা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বৃদ্ধি করে সরকারের সুনাম নষ্ট করছে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক নুরুল আলমসহ আরও অনেকে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন