ঢাকা | রবিবার
১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার দ্রব্যমূল্য নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন : হানিফ

সরকার দ্রব্যমূল্য নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন : হানিফ

দ্রব্যমূল্য নিয়ে সরকার যথেষ্ট উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন মাহবুব উল আলম হানিফ। শুক্রবার (১৮ মার্চ) সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ মন্তব্য করেন।

তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার মনিটরিং টিম দিয়ে মার্কেট সুপারভাইস করছে। ইতোমধ্যেই যারা অসাধু চিন্তা-চেতনা নিয়ে মজুত করার চেষ্টা করেছিল, এ রকম বেশ কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভোজ্য তেলসহ অনেক পণ্য সামগ্রী আটকও করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে বাজার আস্তে আস্তে কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে।

তিনি বলেন, বিএনপির নেতারা এখন দিশেহারা হয়ে গেছেন। মানসিকভাবে অনেকেই এখন ভারসাম্য হারিয়ে ফেলছেন বলে মনে হয়। বিএনপি নেতাদের কথাবার্তায় অসংলগ্নতা দেখলে এটা বোঝা যায়।

এ সময় কুষ্টিয়া ৪-আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন