ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

‘চট্টগ্রামের উন্নয়ন হলেই সারাদেশের উন্নয়ন’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, বাণিজ্য নগরী চট্টগ্রামের উন্নয়ন হলেই সারাদেশের উন্নয়ন হবে। চট্টগ্রাম ওয়াসা আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম আমাদের বাণিজ্য নগরী। দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানিসহ সব ক্ষেত্রে চট্টগ্রামের বিরাট অবদান রয়েছে। চট্টগ্রামের সার্বিক উন্নয়ন করা আমাদের দায়িত্ব।

আজ বুধবার চট্টগ্রাম ওয়াসার শেখ হাসিনা পানি শোধনাগার-২ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।

এদিন বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম ওয়াসার উদ্যোগে চট্টগ্রাম রেডিসন ব্লু বে-ভিউতে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রকল্পের উদ্বোধন করেন শেখ হাসিনা।

জানা গেছে, শেখ হাসিনা পানি শোধনাগার-২ ছাড়াও পানি শোধনাগার-১ ও শেখ রাসেল পানি শোধনাগার থেকে চট্টগ্রাম মহানগরীতে পানি সরবরাহ করছে চট্টগ্রাম ওয়াসা। বর্তমানে প্রতিষ্ঠানটি মহানগরীর গণ্ডি পেরিয়ে চট্টগ্রামের আশপাশের পৌরসভাগুলোতে পানি সরবরাহের প্রস্তুতি নিচ্ছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন