প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, বাণিজ্য নগরী চট্টগ্রামের উন্নয়ন হলেই সারাদেশের উন্নয়ন হবে। চট্টগ্রাম ওয়াসা আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম আমাদের বাণিজ্য নগরী। দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানিসহ সব ক্ষেত্রে চট্টগ্রামের বিরাট অবদান রয়েছে। চট্টগ্রামের সার্বিক উন্নয়ন করা আমাদের দায়িত্ব।
আজ বুধবার চট্টগ্রাম ওয়াসার শেখ হাসিনা পানি শোধনাগার-২ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
এদিন বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম ওয়াসার উদ্যোগে চট্টগ্রাম রেডিসন ব্লু বে-ভিউতে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রকল্পের উদ্বোধন করেন শেখ হাসিনা।
জানা গেছে, শেখ হাসিনা পানি শোধনাগার-২ ছাড়াও পানি শোধনাগার-১ ও শেখ রাসেল পানি শোধনাগার থেকে চট্টগ্রাম মহানগরীতে পানি সরবরাহ করছে চট্টগ্রাম ওয়াসা। বর্তমানে প্রতিষ্ঠানটি মহানগরীর গণ্ডি পেরিয়ে চট্টগ্রামের আশপাশের পৌরসভাগুলোতে পানি সরবরাহের প্রস্তুতি নিচ্ছে।
আনন্দবাজার/টি এস পি