আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের সাথে মিলে কাজ করার আগ্রহের কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।
আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে রাজনৈতিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। আমি মনে করি, বলার মত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ভবিষ্যৎ অভীষ্টে পৌছানোর জন্য আমরা একে অপরের সাথে খুবই সম্পৃক্ত। আমরা নিজেদের অঞ্চলের ও বৈশ্বিক সম্প্রদায়ের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এবং বহুপক্ষীয় মঞ্চে একযোগে কাজ করায় বিশ্বাসী।
সংক্ষিপ্ত সফরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা পৌঁছান মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফারহান। সফর শেষে আজ বুধবার দুপুরে দেশের পথে রওনা হন তিনি।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সোনারগাঁও হোটেলে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সাথে একান্ত বৈঠক করে দ্বিপক্ষীয় সভায় মিলিত হন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
বেলা পৌনে ১১টায় শুরু হয়ে প্রায় আধা ঘণ্টা চলে তাদের বৈঠক। এরপরে দুই দেশের পক্ষে দুটি চুক্তিকে সই করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
কাস্টমস সহজীকরণ ও বাংলাদেশের ফরেইন সার্ভিস অ্যাকাডেমি এবং প্রিন্স সাউদ আল ফয়সাল ইনস্টিটিউট ফর ডিপ্লোম্যাটিক স্টাডিজের মধ্যে সহযোগিতা বাড়াতে ওই চুক্তি দুটি হয়।
এরপরে সাংবাদিকদের সামনে এসে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যৌথ পরামর্শ সভায় তাদের ‘চমৎকার’ আলোচনা হয়েছে।
‘বাংলাদেশের সাথে সৌদি আরবের ভ্রাতৃত্বের সম্পর্ক নিয়ে তারা গর্বিত। এই সম্পর্কের ভবিষ্যত নিয়েও তার দেশ দারুণ আশাবাদী। আমাদের অংশীদারিত্বকে আরও বিস্তৃত কীভাবে করা যায়, সেটা নিয়ে আলোচনা করেছি আমরা। ঐতিহাসিকভাবে আমাদের মধ্যে দৃঢ় সম্পর্ক রয়েছে এবং ভ্রাতৃত্বের সম্পর্ক নিয়ে আমরা নিবিড়ভাবে কাজ করছি।’- যোগ করেন তিনি।
আনন্দবাজার/টি এস পি