ঢাকা | মঙ্গলবার
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রিজের মাঝখানে গর্ত ঝুঁকিতে যান চলাচল

ব্রিজের মাঝখানে গর্ত ঝুঁকিতে যান চলাচল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ থেকে উপজেলা সদর পর্যন্ত সড়কের কুড়িনাল মোড় এলাকায় অবস্থিত ব্রিজটির মাঝখানে ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। পশ্চিমাঞ্চলের লোকজনের উপজেলা সদরের সাথে যোগাযোগের প্রধান সড়ক এটি। এ সড়কটি দিয়ে প্রতিদিন অটোরিকশা, সিএনজি, মাইক্রোবাস ও ট্রাকসহ সকল প্রকার যানবাহন ও পথচারীরা  জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।

গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়,  ব্রিজটির দুই পাশের রেলিং ভেঙে গেছে এবং ব্রিজের মাঝখানে পলেস্তারা  ও রড খসে পড়ে বড় গর্ত হওয়ায় বিভিন্ন সময়ে একাধিক যানবাহন এ স্থানে দুর্ঘটনায় শিকার হয়েছে।

স্থানীয় নূর মোহাম্মদ বলেন, ব্রিজটি দীর্ঘ দিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। এ ব্রিজটি দিয়ে ভারী যানবাহন চলাচল করে। যানবাহন পড়ে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। উপজেলা প্রকৌশলী ইশতিয়াক হাসান বলেন, আমি কিছুদিন হলো এ উপজেলায় যোগদান করেছি। সব তথ্য আমার জানা নেই, তবে ব্রিজটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন