ঢাকা | সোমবার
১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্বৃত্তের আগুনে পুড়লো আনন্দবাজার

দুর্বৃত্তের আগুনে পুড়লো আনন্দবাজার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী আনন্দবাজারে গত রোববার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে হাটের ৪টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে ক্ষতি হয়েচে প্রায় ১০ লাখ টাকা।

মার্কেটের মালিক নবীর হোসেন জানান, প্রতিদিনের ন্যায় গত রবিবার রাতে মার্কেটের দোকান মালিকরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত সাড়ে ১০টার দিকে খবর পান তার টিনের তৈরী মার্কেটে আগুন লেগেছে। এসময় তিনি স্থানীয়দের সহায়তা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। আগুনলাগার পর পরই সোনারগাঁ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রনের বাহিরে চলে যায়। আগুনের লেলিহান শিখা মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এসময় মার্কেটে থাকা একটি শুটকির গোডাউন, একটি কনফেকশনারী ও দুটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তাদের ধারনা আগুনে প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হলো এ বিষয়ে সর্ম্পকে নবীর হোসেন জানান, তার মার্কেটের বিদ্যুতের কোনো সংযোগ নেই, কেউ রাতে থাকেনও না। তার ধারনা পূর্ব শত্রুতার জের ধরে রাতে আধারে দুবৃত্তরা তার মার্কেটে আগুন দিতে পারে। এ ঘটনায় তিনি সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন