ঢাকা | সোমবার
১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চায়ের নিলাম ডেকে ইতিহাস

বাংলাদেশে চায়ের ইতিহাসে প্রথম নারী হিসেবে নিলাম ডাকলেন শ্রীমঙ্গলের মায়িশা রহমান। চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে চলতি মৌসুমের শেষ নিলাম ছিল মঙ্গলবার ১৪ মার্চ। আর এদিনই প্রডিউস ব্রোকার্সের প্রতিনিধি হিসেবে নিলাম অনুষ্ঠানে নিলাম ডেকে ইতিহাসে প্রথম নারী হিসেবে নাম লেখালেন মাইশা।

নিলামে প্রডিউস রোকার্সেরর শিক্ষানবিশ চা নিলামকারী হিসেবে মায়িশ রহমান নিলামটি পরিচালনা করেন। শ্রীমঙ্গলের কৃতি সন্তান মায়িশা রহমান মূলত চা পরিবারেরই সদস্যা। দেশের অন্যতম চা নিলামকারী প্রতিষ্ঠান প্রডিউস ব্রোকার্সের পরিচালক আহমেদুর রহমান সেলিম এর কন্যা ও শ্রীমঙ্গলের বিশিষ্ট চা-কর মবহুম মোখলেসুর রহমনের নাতনী এবং ন্যাশনাল টি কোম্পানির মাধবপুর বাগান ব্যবস্থাপক শফিকুর রহমান মুন্নার ভাতিজী মায়িশা রহমান।

সংবাদটি শেয়ার করুন