সরকারি বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদ খালি
দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় সহকারী কমিশনারসহ (ভূমি) সরকারি বিভিন্ন দপ্তরের একাধিক পদগুলিতে দীর্ঘদিন ধরে কর্মকর্তা না থাকার কারণে সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ জনগণ। জেলার কাহারোল উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে দীর্ঘদিন ধরে কর্মকর্তা না থাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে দায়সারাভাবে চলছে সরকারি কার্যক্রম।
এতে দীর্ঘদিন থেকে উপজেলাবাসী সরকারি সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। অন্যদিকে সরকারি দাপ্তরিক কাজগুলো সুষ্ঠুভাবে না হওয়ায় সরকারের উন্নয়ন ও সাফল্যর পাশাপাশি রাজস্ব আদায়ে ধীরগতি হচ্ছে।
কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নের সাধারণ জনগণ বিভিন্ন দপ্তরের কাজের জন্য এসে কর্মকর্তাদের না পেয়ে ফিরে যেতে দেখা যাচ্ছে। কারণ কর্মকর্তা ছাড়া অফিস সহকারী ও কর্মচারিরাও ঠিকমত কাজ করতে পারছে না।
উপজেলার যে সকল সরকারি গুরুত্বপূর্ণ পদগুলিতে দীর্ঘদিন ধরে কর্মকর্তা নেই তা হলো : উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারি কমিশনার (ভূমি), ভূমি অফিসের কানুনগো, উপজেলা সাব-রেজিষ্ট্রার, উপজেলা খাদ্য কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রাণি সম্পদ অফিসের ভেটেনারী সার্জন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
এসব দপ্তর গুলোতে দীর্ঘদিন ধরে কর্মকর্তা না থাকায় অন্য উপজেলা থেকে ডেপুটেশনে বা অতিরিক্ত দায়িত্ব পালন করে সরকারি কার্যক্রম চলছে। উপর্যুক্ত পদগুলোতে দীর্ঘদিন ধরে কর্মকর্তা না থাকার কারণে সরকারি কার্যক্রম ও জনগনকে সেবা প্রদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান।