চট্টগ্রামে এস আলম এডিবল অয়েল মিলে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রবিবার সকালে অভিযান চালিয়ে ৫ লিটার তেলের বোতলের গায়ে নির্ধারিত দামের বেশি লেবেলের পাশাপাশি বন্ধ পাওয়া গেছে মিলটির বোতলজাত করার মেশিন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ অভিযানে নেতৃত্ব দেন।
তবে মিল কর্তৃপক্ষের দাবি রক্ষণাবেক্ষণের জন্যই বন্ধ রয়েছে বোতলজাতকরণ, যা বন্ধ থাকবে আরো এক সপ্তাহ। অভিযানে বোতলজাত ৫ লিটার বোতলের গায়ে ৮৩৫ টাকা মূল্য উল্লেখ করে লেবেল সাঁটানো রয়েছে বলে প্রমাণ পায় অধিদপ্তরের কর্মকর্তারা। যা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি। ৫ লিটার সয়াবিন তেলের বোতলের গায়ে নির্ধারিত দামের বেশি লেবেল ও মিলটির বোতলজাত করার মেশিন বন্ধ পাওয়ায়র বিষয়ে মিল কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন উপস্থিত ছিলেন।