ঢাকা | মঙ্গলবার
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দুশ কোটি টাকা নিয়ে লাপাত্তা

দুশ কোটি টাকা নিয়ে লাপাত্তা

সুলতান মাল্টিপারপাস

  • টাকা ফেরতের দাবি গ্রাহকদের

নরসিংদীতে টাকা ফিরে পেতে মানববন্ধন করেছে লাপাত্তা হওয়া শাহ সুলতান মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের গ্রাহকরা। গতকাল শনিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। এতে ওই সমিতির শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে গ্রাহকরা জানান, ইসলামী শরিয়াহ মোতাবেক ব্যবসায়িক মুনাফার প্রলোভন দেখিয়ে হাজারো গ্রাহকের নিকট থেকে দুই শত কোটি টাকা আমানত সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। শাহ সুলতান টেক্সটাইল মিল, শাহ সুলতান প্রোপার্টিজ, মার্কেটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা ও লাভজনক প্রলোভন দেখানোর কারণে বাড়তে থাকে গ্রাহক সংখ্যা। পরে চলতি বছরের জানুয়ারি মাস থেকে উধাও হয়ে যায় সমিতির পরিচালনা পরিষদে থাকা লোকজন। এতে বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়ে পথে বসেছেন হাজারো গ্রাহক। আমানতের টাকা ফিরে পেতে থানা ও জেলা প্রশাসকসহ স্থানীয় সমবায় দপ্তরে লিখিত অভিযোগ করেছেন গ্রাহকরা। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। ওই সমিতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিনিয়োগের টাকা ফিরে পাওয়ার দাবি জানানো হয় মানববন্ধনে। এসময় গ্রাহকদের পক্ষ থেকে আজিজুল হক, বুরুজ মিয়া, রুশিয়ারা বেগম, ইকবাল হোসেন, হাবিবুর রহমান বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন