ঢাকা | বুধবার
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ওজন যন্ত্র বিকলে ভোগান্তি

সৈয়দপুর সরকারি খাদ্য গুদাম

নীলফামারীর সৈয়দপুরে স্থানীয় খাদ্য সরবরাহ কেন্দ্রে (এলএসডি) নষ্ট হয়ে পড়ে থাকা ওজন পরিমাপক যন্ত্র ব্রিজ স্কেল দীর্ঘ ৯ মাসেও মেরামত করা হয়নি। এতে খাদ্যগুদামে চাল গম সরবরাহ করতে আসা ঠিকাদার ও খাদ্য ব্যবসায়ীরা পড়েছেন বিড়ম্বনায়। তবে স্থানীয় খাদ্য দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে ওজন পরিমাপক যন্ত্র ব্রিজ স্কেল মেরামতের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এটি মেরামত করার আশ্বাসও দেয়া হয়েছে। তবে কবে নাগাদ এটি মেরামত হবে তা বলা যাচ্ছে না।

স্থানীয়রা জানান, স্থানীয় খাদ্য সরবরাহ কেন্দ্রে সড়ক ও রেলপথে চাল ও গম নিয়ে আসেন ব্যবসায়ী ও ঠিকাদাররা। পরে ওইসব খাদ্যশস্য খাদ্য গুদামের ব্রিজ স্কেলে ওজন করা হতো। এতে তাদের কোনো রকম ভোগান্তি ছিলোনা। তবে এ অবস্থা পাল্টে যায় যা গত বছরের জুনে। হঠাৎ বিকল হয়ে যায় ওজন পরিমাপক ব্রিজ স্কেল। তখন খাদ্য দপ্তরের পক্ষে বলা হয়েছে কিছুদিনের মধ্যে সচল হবে ব্রিজ স্কেলটি। তবে দীর্ঘ ৯ মাসেও সেটি মেরামতের কোনো উদ্যোগ নেয়া হয়নি। এতে চাল ও গম নিয়ে আসা ঠিকাদার ও ব্যবসায়ীরা এলএসডি গোডাউন থেকে প্রায় ৫ থেকৈ ৬ মিটার দূরে একটি প্রতিষ্ঠানের ব্রিজ স্কেলে খাদ্যশস্য ওজন করছেন।

খুলনার এক ব্যবসায়ী জানান, খুলনা থেকে রেলের ওয়াগনে আনা পণ্য সৈয়দপুর রেলওয়ে স্টেশনের ইয়ার্ডে পৌঁছানোর পর এলএসডিতে চাল-গম ওজন করার কথা। তবে সেখানে ব্রিজ স্কেল নষ্ট থাকায় ৫ থেকে ৬ কিমি. দূরে একটি প্রতিষ্ঠানে গিয়ে ব্রিজ স্কেলে ওজন করতে হয়। এতে বিড়ম্বনায় পড়তে হয়। অনেক সময় সেখানে ওজন নিয়েও বিতর্কের সৃষ্টি হয়।

সৈয়দপুর খাদ্য সরবরাহ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা নাসরিন ব্রিজ স্কেল বিকলের সত্যতা নিশ্চিত করে বলেন, এ নিয়ে আমরাও সমস্যায় রয়েছি। তিনি জানান, সড়ক ও রেলপথে আসা খাদ্যশাস্য খাদ্যগুদামে ওজন না হয়ে বাইরে একটি প্রতিষ্ঠানে ব্রিজ স্কেলে ওজন করতে হচ্ছে। এতে ট্রাক ও ওজনের ভাড়া তার পকেট থেকে দিতে হচ্ছে। তিনি বলেন, এটি দ্রুত ঠিক হলে যেমন খরচ বাঁচবে তেমনি কর্মঘণ্টাও অপচয় হবে না।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান বলেন, বিকল হওয়া ব্রিজ স্কেলটি মেরামতের জন্য খাদ্য অধিদপ্তরে জানানো হয়েছে। গত মাসে খাদ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক সারওয়ার মাহমুদকে বিকল হয়ে পড়ে থাকা ব্রিজ স্কেলের বিষয়টি জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন