ঢাকা | শুক্রবার
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব কিডনি দিবসে জেএমআই’র মানববন্ধন

প্রতি বছরের ন্যায় এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে বিশ্ব কিডনি দিবস পালন করেছে নিপ্রো-জেএমআই ডায়ালাইসিস সেন্টার লিমিটেড। এ উপলক্ষে গত বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটির সামনের সড়কে আয়োজন করা হয় একটি জনসচেতনতামূলক শোভাযাত্রা।

পরে পান্থপথের সিটি টাওয়ারের চতুর্থ তলায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন নিপ্রো-জেএমআই ডায়ালাইসিস সেন্টার লিমিটেডের কনসালট্যান্ট ও ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কিডনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নজরুল ইসলাম ও সভাপতি পরিচালক ডা. ইউসুফ হোসেন নূর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপক (পরিচালন) মো. পাপুল মিয়া এবং (প্রশাসন) মো. রাজীব হাসান জনি।

উল্লেখ্য, বাংলাদেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জামখাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জেএমআই গ্রুপ এবং জাপানের বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান নিপ্রো কর্পোরেশনের যৌথ অংশীদারের একটি প্রতিষ্ঠান নিপ্রো-জেএমআই ডায়ালাইসিস সেন্টার লিমিটেড।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন