ঢাকা | বুধবার
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আঁধার কেটে পাহাড়ে আলো

  • গ্রামজুড়ে প্রাণের উচ্ছাস

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বিদ্যুতসুবিধা পাচ্ছেন পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়বাসীরা। পাহাড়ের বাঘাইছড়ি উপজেলার প্রত্যন্ত সাতটি গ্রামের বিভিন্ন জনগোষ্ঠীর প্রায় এক হাজার পরিবারের জন্য নতুন ১১ হাজার কেভি ভোল্টেজ বিদ্যুতসংযোগের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার (এমপি) নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। নতুন বিদ্যুতায়িত গ্রামগুলো হলো- তালুকদার পাড়া, জীবতলী, শিলোমুড়া, রাবার বাগান, মধ্যম বাঘাইছড়ি ও পৌরসভার আশপাশের এক হাজার পরিবার।

এসময় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী-১ সাইফুর রহমান, বাঘাইছড়ি বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী শুগত চাকমা, বিদ্যুৎ বিতরণ বিভাগের ঠিকাদার দানবীর চাকমাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। প্রকল্পটি তিন পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বাস্তবায়ন প্রকল্পের আওতায় রাঙামাটির বিদ্যুৎ বিভাগ বাস্তবায়ন করে।

নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন শেষে সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমানে দেশে উন্নয়ন বান্ধব সরকার। এ পাহাড়ে একটিও পরিবার আর অন্ধকারে থাকবে না।

সংবাদটি শেয়ার করুন