ঢাকা | সোমবার
১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দু’বছরের বিচারভূত হত্যা বিষয়ে ওয়েবিনার কাল

দেশে গত দুই বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাগুলো বিশ্লেষণ করে একটি গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ গবেষণার ফল জানাতে একটি ওয়েবিনারের আয়োজন করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

আগামীকাল ১২ মার্চ, শনিবার সকাল ১০টায় সিজিএস “নির্বিচার প্রাণনাশ? বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড” শীর্ষক ওয়েবিনারে মুখ্য আলোচক হিসেবে গবেষণার ফলসমূহ উপস্থাপন করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলী রীয়াজ।

২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাগুলো বিশ্লেষণ করে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।

ওয়েবিনারে অংশ নিবেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড স্টাডিজের নির্বাহী পরিচালক ব্যারিস্টার মনজুর হাসান এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও প্রধান নির্বাহী এডভোকেট এলিনা খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিজিএসের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী এবং সঞ্চালনায় থাকবেন নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন