বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অর্থনৈতিক মুক্তিতে মিলবে নারীর মর্যাদা

অর্থনৈতিক মুক্তিতে মিলবে নারীর মর্যাদা

সারাদেশে বিশ্ব নারী দিবস পালিত

নারীদের যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠায় অর্থনৈতিক, সামজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি। বর্তমান সরকার নারী শিক্ষার বিস্তার, অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নসহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করছে। নারীর অধিকার রক্ষায় বিশ্বব্যাপি সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষে প্রতিবছর ন্যায় সারাদেশে বিশ^ নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসকল কথা বলেন বক্তারা। গতকাল মঙ্গলবার ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’- এ স্লোগানে দেশের জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা, র‌্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধদের পাঠানো প্রতিবেদন।

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ব নারী দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর নেতৃত্বে সকাল ১০ টায় চবি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে চবি বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। উপাচার্য বেলুন-ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এরপর বেলা ১১ টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।

খাগড়াছড়ি প্রতিনিধি : সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে খাগড়াছড়ি শহরের নারানখাইয়া এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংকৃতিক ইনস্টিটিউটে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজাতীয় শরনার্থী বিষয় টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি। খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপচন্দ্র বিশ্বাসের সভাপত্বিতে এসময় উপস্তিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা এমপি বাসন্তি চাকমা, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিগার সুলতানা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মহিউদ্দিন আহমেদ। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপি সহযোগিতায় খাগড়াছড়ি জেলা পরিষদ কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি হয়। পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

আরও পড়ুনঃ  কুইজ খেলে বিকাশে জিতে নিন ৫০০ টাকা

টাঙ্গাইল প্রতিনিধি : ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’- এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা, সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুর হুসাইন, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শাহীন রুবা আক্তার প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের  সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমীন ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মরত নারী কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিশু-কিশোর ও নারীদের সম্মাননা দেওয়া হয়।

জয়পুরহাট প্রতিনিধি: দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জয়পুরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাবিনা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাসুম আহম্মদ ভূঞা, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী, অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল প্রমুখ। সভায় বক্তারা বলেন, নারীদের প্রতি সহিংসতা বন্ধ করতে পারিবারিক ভাবে নারী-পুরুষের বৈষম্য দূর করাসহ নারীদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুনঃ  একদিনে মৃত্যু ৩৫, শনাক্ত ১৯৫০ জন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শহরে র‌্যালী ও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অলিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস আক্তার, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহমুদা বেগম পারুল প্রমুখ। এছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র জেলা শাখা শহরে র‌্যালী ও স্থানীয় গানাসাস মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। সভা শেষে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় অতিথি ছিলেন জেলা প্রসাশক ড. মনসুর আলম খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সারোয়ার ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নীলা হাফিয়া।  অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে কর্মরত নারী উদ্যোক্তা ও কর্মীরা অংশগ্রহণ করেন। এদিকে নারী দিবস উপলক্ষে র‌্যালী করেছে মেহেরপুর পৌরসভা। নেতৃত্ব দেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিসিএস উইমেন নেটওয়ার্ক বান্দরবান জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী হেলথ্ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সকালে বান্দরবান সদর হাসপাতালের সামনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তীবরীজি। এ সময় পুলিশ সুপার জেরিন আকতার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অংসালুসহ বান্দরবানে কর্মরত বিসিএস ক্যাডার ও  চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এ ক্যাম্পেইনে নারীদের ব্রেস্ট ক্যান্সার, জরায়ু ক্যানসারসহ বিভিন্ন জটিলরোগের চিকিৎসা দেয়া হবে। এদিকে সকালে নারী দিবস উপলক্ষ্যে বান্দরবান পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  পাঁচ ভাইয়ের পর আহত ভাইও মারা গেলেন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে চাদঁমনি চাওড়াডাঙ্গী। সকালে অনাথ আশ্রম চাঁদমনি’র উদ্যোগে জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে নারীর অধিকার আদায় ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদমনির পরিচালক পিজিরুল আলম দুলাল, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম ও আবু সাঈদ প্রমুখ।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে দিবসটি উদযাপন উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকতা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইউএনও তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান আবু বকর সিদ্দিকী। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আয়শা সিদ্দিকা ও উপজেলা তথ্য আপা মাজেদা বেগম প্রমুখ।

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন