শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বান্দরবানে সন্ত্রাসী দু’গ্রুপের গোলাগুলিতে ৪ জন নিহত

বান্দরবানের রুমায় গতকাল শনিবার রাতে সশস্ত্র দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ রবিবার সকাল ১১ টায় রুমা-রোয়াংছড়ি সীমান্তের মংবাতং এলাকার সাঙ্গু নদীর তীরে চার জনের গুলিবিদ্ধ লাশ দেখতে পায় এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রোয়াংছড়ির তালুকদার পাড়ার কাছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস মূল দলের নেতা অনুমংকে হত্যা করে লাশ নিয়ে যায় আরেক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। এ ঘটনায় জেএসএস মূল দলের সন্ত্রাসীরা পরবর্তীতে শনিবার রাতে রুমার পাইন্দু এলাকায় অপর গ্রুপের ওপর হামলা চালিয়ে তাদের লাশ নৌকায় করে এনে রোয়াংছড়ির মংবাতং পাড়ার নদীর পাড়ে ফেলে যায়। এলাকাবাসী নদীর পাশে লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে গিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার বলেন, শনিবার রাতে বান্দরবানের রুমার পাইন্দু ইউনিয়নে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীর দুই গ্রুপের পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। রবিবার সকালে রুমা-রোয়াংছড়ি সীমান্তের মংবাতং এলাকার নদীর পাড়ে চার জনের লাশ পড়ে আছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে পরে বিস্তারিত জানা যাবে।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  বান্দরবানে ২ উপজেলায় বাড়লো নিষেধাজ্ঞা

সংবাদটি শেয়ার করুন