ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাস্তা কেটে ইটভাটার মাটি পরিবহন

রাস্তা কেটে ইটভাটার মাটি পরিবহন
  • সরকারি খালের পানি প্রবাহ বন্ধ

বরগুনার আমতলীতে জনসাধারনের চলাচলের কাঁচা রাস্তা কেটে ইটভাটার মাটি পরিবহন করার পাশাপাশি সরকারি খালের পানি প্রবাহ বন্ধ করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।

সরেজমিনে জানা যায়, খাকদোন কুকুয়া সরকারি খালে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেন ইটভাটার মাটি ব্যবসায়ী উপজেলার রায়বালা গ্রামের মো. জলিল মৃধা ও সোহেল আকন। গত বৃহস্পতিবার সকালে রায়বালা গ্রাম থেকে কৃষি জমির মাটি ইটভাটায় বিক্রির জন্য গ্রামের চলাচলের রাস্তাকেটে স্থানীয় খাকদোন কুকুয়া সরকারি খালে বাঁধ দিয়ে রাস্তা বানিয়ে ট্রাক দিয়ে মাটি সরবরাহ করেন ইটভাটায়। রাস্তাকেটে ও খালে বাঁধ দেয়ার স্থানীয়রা বাঁধা দিলেও রাস্তার জমি নিজের দাবি করে ইটভাটায় ট্রাক দিয়ে সরবরাহ করেন। রাস্তা কেটে ফেলায় মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে যায় এবং খালের পানিচলাচল বন্দ হয়ে যাওয়ায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

জলিল মৃধা ও সোহেল আকন ভেকু মেশিন দিয়ে রাস্তাকেটে খালে বাঁধ দিয়ে রাস্তা তৈরি করে ট্রাক দিয়ে ইটভাটায় কৃষি ফসলি জমির মাটি পাঠিয়ে দিচ্ছেন। অভিযোগের বিষয়ে জলিল মৃধা মাটি বিক্রির কথা স্বীকার করে বলেন, আমাদের জমির মাটির বিক্রির জন্য রাস্তা কেটেছি ও খালে বাঁধ দিয়েছি। মাটি বিক্রি শেষ হলে আবারও রাস্তা বেঁধা ও খালের বাঁধ কেটে দেওয়ার কথা বলেন।

কুকুয়া ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার মুঠোফোনে বলেন, রাস্তা কাটা ও খালে বাঁধ দিতে নিষেধ করা হয়েছে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, এঘটনায় জরুরিভাবে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন