ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিষ প্রয়োগে প্রাকৃতিক জলাশয়ের মাছ নিধন

বিষ প্রয়োগে প্রাকৃতিক জলাশয়ের মাছ নিধন

প্রাকৃতিক মৎস্যসম্পদে ভরপুর হাওর অধ্যুষিত নেত্রকোণার খালিয়াজুরীতে হারিয়ে যাচ্ছে মাছের অভয়ারণ্য। এখানে বিভিন্ন উপায়ে মৎস্যনিধন করে চলেছে একদল দুর্বৃত্ত। রাতের আধার থেকে ভোরবেলা পর্যন্ত জলাশয়গুলোতে এক ধরনের বিষটোপ প্রয়োগ করে মাছ নিধন করা হচ্ছে।

খালিয়াজুরী উপজেলাধীন ফাটার হাওড়ে ফাটাবিল নামে খ্যাত জলাশয়ে একদল দুর্বৃত্ত বিষটোপ দিয়ে মাছ ধরা হচ্ছে এমন খবর পেয়ে খালিয়াজুরী থানার উপ পরিদর্শক মহর আলীর নেতৃত্বে একদল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়। মহর আলী বলেন, কাছু মিয়া ও শাহীন মিয়ার নেতৃত্বে জলাশয়ে বিষ প্রয়োগ করা হয়েছে বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক বলে জানান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কিছুদিন আগেও এমন ধরনের বিষপ্রয়োগে মা মাছসহ অনেক মাছ ধরেছে। খবরপেয়ে ঘটনাস্থলে গিয়ে কাছু মিয়াকে জিজ্ঞেস করলে তিনি বলেন, কে বা কারা বিষ দিয়েছে তা জানি না। তবে এখানে আমার অনেক ধানী জমি থাকায় আমি এখানেই থাকি। জলাশয়ে বিষপ্রয়োগের বিষয়ে কিছুই জানি না।

উপপরিদর্শক মহর আলী বলেন, এনিয়ে আমাদের কাছে যথেষ্ট পরিমান ভিডিও সহ অনেক প্রমান রয়েছে। ভিডিওফুটেজ দেখে তাদের সনাক্ত করার কাজ প্রক্রিয়াধীন। ভিডিওফুটেজ দেখে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খালিয়াজুরী উপজেলা মৎস্যকর্মকর্তা তানভীর আহম্মেদের ( অ.দা.) বলেন, বিষপ্রয়োগে মা মাছসহ মৎস্যনিধন মৎস্য আইনে অপরাধ। যারাই বিষপ্রয়োগ করে মৎস্যনিধন করে তারা দেশ ও জাতির শত্রু। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত।

সংবাদটি শেয়ার করুন