সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রম বিক্রির হাট

শ্রম বিক্রির হাট

ফেনী শহরের জিরো পয়েন্ট সংলগ্ন খেজুর ও দোয়েল চত্ত্বর। স্থানীয়ভাবে বদলার হাট নামে পরিচিত এ শ্রমবাজারে জড়ো হয়েছেন সহস্রাধিক শ্রমজীবী মানুষ। প্রতত্যেকের হাতে কোদাল, বাঁশের ঝাকাসহ নানা ধরনের হাতিয়ার। সবার লক্ষ্য একটাই- কাজের সন্ধান করা। প্রতিদিি অনেকের কাজের সন্ধানও মেলে এখানে।

প্রতিদিন ভোর ৬টা থেকে শহরের প্রাণ কেন্দ্রে খেজুর চত্ত্বর থেকে দোয়েল চত্ত্বর এবং রেইল গেইট, শান্তি কোম্পানি রোড, মহিপালসহ কয়েকটি স্থানে এচিত্র দেখা যায়। শ্রমিক বেচাকেনা চলে ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত। তিন যুগেরও বেশি সময় ধরে চলছে ফেনীর এ শ্রমবাজার। রংপুর, কুড়িগ্রাম, বরিশাল, লক্ষ্মীপুর, নেত্রকোনা, খুলনা, বাগেরহাট, সিলেট, ময়মনসিংসহ নানা জেলার শ্রমজীবী মানুষ আসেন এ হাটে। কাক ডাকা ভোরে রাজমিস্ত্রী, কাঠমিস্ত্রী, রং মিস্ত্রী ও দিনমজুরসহ বিভিন্ন পেশার মানুষ আসেন এ বদলার হাটে। হাটে আসা অনেকে বিক্রি হলেও কিছু থেকে যান অবিক্রিত। দরদাম শেষে যারা বিক্রি হন তারা মালিকের সঙ্গে যান কাজ করতে।

সারাদিন ঘাম ঝরানো কঠোর পরিশ্রম শেষে সন্ধ্যায় বাসায় ফেরেন পরিশ্রমী মানুষগুলো। আবার পরের দিন ভোরবেলায় হাটে আসেন। এভাবেই চলে খেটে খাওয়া মানুষদের জীবন-জীবীকা। পরিবার পরিজনের জীবন-জীবিকার তাগিদে বাংলাদেশ থেকে লাখো মানুষ কাজের সন্ধানে বিদেশে যান। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে কাজ করেন অনেক বাংলাদেশি। তবে সেখানে যেতে বেশ টাকা খরচ হয়। যারা দিনমজুর, তাদের তো দুবাই যাওয়ার মতো টাকা নেই। তাই ফেনীকেই তারা দুবাই শহর মনে করেন, এখানে আসেন শ্রম বেচতে। আর এখানে নিয়মিত হাট বসলেও নেই খাজনা বা অন্য কোনো খরচ।

আরও পড়ুনঃ  সারাদেশ থেকে ৩০ জুন পর্যন্ত বিচ্ছিন্ন ঢাকা

শীত উপেক্ষা করে ভোর বেলা এ হাটে আসা দিনমজুর নুরুল ইসলাম জানান, তিনি আগে একটি কারখানায় চাকরি করতেন। এখন চাকরি না থাকায় বাধ্য হয়ে বদলার হাটে এসেছেন। মাঝে মাঝে কাজ পেলেও বেশিরভাগ সময় অবিক্রিত থেকে যান তিনি। মফিজুল ইসলাম খান (৫৫) জানান, ৫ বছর ধরে তিনি এ হাটে আসেন। সারাদিনের জন্য নিজেকে ৫শ’ থেকে ৬শ’ টাকায় বিক্রি করেন যেকোনো কাজের জন্য। কাজ পেলে মুখে হাসি ফোটে, না পেলে মলিন মুখে অপেক্ষা করতে হয় পরবর্তী দিনের জন্য। ফেনীর মানুষ ভালো। পেট ভরে খাবার দেন। কাজ শেষে বকশিশও দেন। হাটে শ্রমিক নিতে আসা হানিফ জানান, এখানে আসা শ্রমিকরা খুব ভালো। ফেনী ওদের কাছে দুবাই এবং লন্ডন শহর বলে পরিচিত।

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন