ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শেষ শ্রদ্ধা জানাতে ছয় দেশের প্রতিনিধিদল ঢাকায়

সাবেক প্রধানমন্ত্রীবিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ছয়টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিবুধবার (৩১ ডিসেম্বর) সকালে মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছান।

দুপুর পৌনে ১২টায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী এবং দুপুর ১২টায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ঢাকায় পৌঁছান। এছাড়া দুপুর ১টায় শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রীর আসার কথা রয়েছে। ইতোমধ্যেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় উপস্থিত রয়েছেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার এসব বিদেশি মিশন তাদের নিজ নিজ ফেসবুক পেজে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানায়।

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারিতিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বুধবার দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজার জন্য তার কফিন মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে রাখা হবে এবং জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ ও পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জানাজার জন্য প্রস্তুত রাখা হয়েছে

সংবাদটি শেয়ার করুন