ঢাকা | বুধবার
৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে ঢাকার উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতদের স্মরণে- বিএনপির শোক পালন

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায়- জয়পুরহাটে শোক পালন করেছে জেলা বিএনপি।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে- কালো ব্যাজ ধারণ এবং শহরের রেলগেট সংলগ্ন দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রেখে শোক কর্মসূচি পালন করা হয়। এতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল,শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ সহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন