জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জয়পুরহাটে ৫ কিঃমিঃ প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে এ প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জয়পুরহাট যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মতিয়র রহমান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, জেলা বিএনপির আহব্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, জুলাই অভ্যুত্থানে নিহত শহীদের পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাগন।
যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে হিচমী বাজার, কোমরগ্রাম, বানিয়াপাড়া হয়ে ৫ কিঃ মিঃ পথ অতিক্রম করে বটতলী বাজারে গিয়ে শেষ হয়। ম্যারাথনটি অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও মেডেল বিতরণ করা হয়।




