ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি। মঙ্গলবার (২৫ মার্চ) এক বিবৃতিতে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে গোষ্ঠীটি। খবর আনাদোলু এজেন্সির।
বিবৃতিতে বলা হয়েছে, বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে দু’টি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। গত কয়েক দিনের মধ্যে ইসরায়েলে তাদের এই ধরনের পঞ্চম হামলা এটি।
গোষ্ঠীটি আরও জানিয়েছে, তাদের বাহিনী লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করেও হামলা চালিয়েছে। তবে হুতির দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় সংবাদমাধ্যমগুলো অবশ্য জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো বিমানবন্দরে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করেছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম।
এর আগে ইসরায়েলি বাহিনী সোমবার রাতে জানিয়েছিল, তাদের আকাশসীমায় প্রবেশের আগে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে তারা।
হুতি বিদ্রোহী গোষ্ঠী ২০২৩ সালের শেষের দিক থেকে লোহিত সাগর ও আরব সাগরের মধ্য দিয়ে যাওয়া ইসরায়েলের জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আক্রমণ করে আসছে। ফিলিস্তিন ও হামাসকে সমর্থন দিতেই এমন হামলার পথ বেছে নিয়েছে গোষ্ঠীটি।
ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে জানুয়ারিতে যুদ্ধবিরতি ঘোষণার পর আক্রমণ বন্ধ করে দেয় হুতি। কিন্তু ২ মার্চ ইসরায়েল গাজায় সমস্ত মানবিক সহায়তা বন্ধ করে দিলে আক্রমণ পুনরায় শুরু করার হুমকি দেয়। পরে ১৮ মার্চ থেকে গাজায় হামলা শুরুর পর হুতিও ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে।