ঢাকা | সোমবার
১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাজার থেকে উধাও সয়াবিন তেল, গণপিটুনির কথা বললেন ওমর সানী

অভিনয়ে অনিয়মিত হলেও দেশের চলমান প্রায় সব ঘটনা নিয়ে কথা বলেন চিত্রনায়ক ওমর সানী। বিভিন্ন বিষয়ে নিজের প্রকাশ করেন নিজের মতামত। এবার তিনি কথা বললেন বাজারে সয়াবিন তেলের সংকট নিয়ে।

সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘হঠাৎ করে সয়াবিন তেল উধাও। তার মানে, এখনো আপনাদের হারামিপনা কমে নাই। এই সিন্ডিকেটগুলোকে গণপিটুনির ব্যবস্থা করা ছাড়া আর উপায় নাই।’

সিন্ডিকেট করে যারা দ্রব্যমূল্য বৃদ্ধি করেন তাদের উদ্দেশ্যে ওমর সানী বলেন, ‘দয়া করে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করবেন না। এগুলো করলে দেখবেন সব হারাতে হবে। কিছুদিন পরে লিভার নাই, কিডনি নাই, ক্যান্সার, বউ নাই, বাচ্চা কেই নাই।’

এদিকে সানীর সঙ্গে সহমত প্রকাশ করেছেন নেটিজেনরা। সিন্ডিকেট নিয়ে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘হোক প্রতিবাদসহ গণ ধোলাই; যেন এই রমজান উপলক্ষে দেশের সমস্ত সিন্ডিকেট ভেঙ্গে চুরমার হয়ে যায়।’

সংবাদটি শেয়ার করুন