চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।
জানা যায়, হাবিল শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকার মৃত. বেলাল উদ্দিনের ছেলে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে তার পরিবার।
হাবিলের পরিবার জানায়, সীমান্তে জমিতে কাজ করার সময় গুলি করেছে বিএসএফ।
৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮০ -এর কাছাকাছি ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের গোপালনগর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা এই গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন হাবিল। এ ব্যাপারে বিজিবি-বিএসএফ’র কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। এসময় বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে এবং ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এদিকে, পরিবার ও স্থানীয়রা জমিতে কাজ করার সময় গুলিবিদ্ধের ঘটনার কথা জানালেও বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ঘন কুয়াশার সুযোগ নিয়ে ৭ থেকে ৮ জন বাংলাদেশি চিহ্নিত চোরাকারবারি চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় সীমান্ত অতিক্রম করলে বিএসএফ টহলদল তাদের লক্ষ্য করে ২ থেকে ৩ রাউন্ড গুলি করে। গুলির শব্দে বিজিবি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে জানা যায় হাবিল নামে একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।