ঢাকা | সোমবার
১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্তে পুকুর পাড়ে দেয়াল তুলছে বিএসএফ, টহল বৃদ্ধি বিজিবির

কুমিল্লা সীমান্তে পুকুর পাড়ে দেয়াল তুলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুকুরটির অর্ধেক ভারতে আর অর্ধেক বাংলাদেশে পড়েছে। উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসলসহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করে থাকেন। সীমান্ত দেয়াল নির্মাণ শেষে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। পুকুরটি সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর মসজিদের কাছে অবস্থিত।

শনিবার দুপুরে পুকুরপাড়ে গিয়ে দেখা যায়, ভারতীয় কর্তৃপক্ষ সুরক্ষা দেয়াল নির্মাণ করছে। পরে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। এ নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। পাশের সদর দক্ষিণ উপজেলার রামধনপুর সীমান্ত এলাকায় তিন দিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ চলছে।

সীমান্ত পিলারের দেড়শ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করলেও বিজিবির দাবি, ‘নিজেদের অংশে বেড়া নির্মাণ করছে ভারত। নকশার বাইরে বেড়া দিলে বাধা দেওয়া হবে।’

সরেজমিন কুমিল্লা সীমান্তে দেখা গেছে, বিজিবির সদস্যদের টহল বাড়ানো হয়েছে। সীমান্তে প্রবেশের সব রাস্তায় এখন কড়া পাহারা। ভারতীয় অংশে টহল বাড়িয়েছে বিএসএফ।

শাহপুর মসজিদের সামনে দেখা যায়, পুকুরটির কাছেই বিজিবির সশস্ত্র দুই সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। বিএসএফের উপস্থিতিতে চলছে দেয়াল নির্মাণের কাজ।

সদর দক্ষিণ উপজেলার রামধনপুর সীমান্ত এলাকায় দেখা গেছে, সেখানে প্রায় ২০ গজ কাঁটাতারের বেড়া নির্মাণ শেষ হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, সীমান্তের ২০৮৫ নম্বর পিলারের কাছে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভয় দেখায় বিএসএফ। জিরো পয়েন্টের দিকে গেলেই অস্ত্র তাক করে বিএসএফ সীমান্ত ছাড়ার হুমকি দেয়।

কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ও ভারত সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে কুমিল্লা সীমান্তের জিরো পয়েন্টের কিছু অংশে ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণের অনুমোদন দেওয়া হয়। এখন সেই কাজ চলছে। তবে নকশার বাইরে কাজ করছে কিনা, তা মনিটরিং হচ্ছে। বিএসএফ কাউকে হুমকি দিয়ে থাকলে বিষয়টি আমরা দেখব।

সংবাদটি শেয়ার করুন