ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আগামীকাল বেলা আড়াইটায় হাদির জানাজা নামাজ

শহিদ ওসমান বিন হাদির নামাজে জানাজা আগামীকাল শনিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জানাজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু সঙ্গে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে জানাজা চলাকালে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

শহিদ ওসমান হাদির মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রয়োজনীয় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন