ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারের নিরপেক্ষতার স্বার্থে এটাই হওয়া উচিত: রিজওয়ানা

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগকে স্বাগত জানিয়ে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন সরকারের নিরপেক্ষতার স্বার্থে এটাই হওয়া উচিত।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, পদত্যাগকারী দুই উপদেষ্টার মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজেই জানিয়েছেন যে তিনি নির্বাচনে অংশ নেবেন, তাই অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। সেই কারণে তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নেন।

রিজওয়ানা হাসান বলেন, তার (সজীব ভূঁইয়া) কিছু দাপ্তরিক কাজ ছিল, যা তফসিল ঘোষণার আগে শেষ করতে সুবিধা হয়েছে। তাই মেয়াদকাল অনুযায়ী সময় পেয়েছেন।

অন্যদিকে, আরেক উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ বিষয়ে তিনি সরাসরি কিছু জানতে পারেননি বলেও উল্লেখ করেন। তিনি বলেন, “আপনারা পত্রিকায় যা দেখেছেন, আমরাও তা-ই পড়েছি। তবে আমাদের মনে হয়েছে, সরকারের নিরপেক্ষতার স্বার্থে এটা হওয়াই স্বাভাবিক।”

দুই উপদেষ্টার সরে দাঁড়ানোর পর তিনটি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ শূন্য হয়ে যাচ্ছে। নতুন দায়িত্ব কারা পাবেন—এমন প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান জানান, “এটা প্রধান উপদেষ্টার এখতিয়ার। পদত্যাগপত্র কার্যকর হওয়ার পরই তাঁর দপ্তর থেকে সিদ্ধান্ত জানানো হবে।”

সংবাদটি শেয়ার করুন